বিশ্ববিখ্যাত ফ্রান্সের কোম্পানী Adisseo এর প্রযুক্তিতে Farmchemie কর্তৃক প্রস্তুতকৃত গবাদি প্রানির প্রজনন ক্ষমতা বৃদ্ধির জন্য Fertill নামে বাজারজাত শুরু করেছে। Novivo Healthcare Ltd. এর ম্যানেজিং ডিরেক্টর তৌহিদ হোসেন বলেন, " আমরা দেশের ডেইরী শিল্পের উন্নয়নের স্বার্থে বিশ্বসেরা কোম্পানীর প্রোডাক্ট বাজারজাতকরন শুরু করেছি, ইতিমধ্যে Adisseo এর কয়েকটি প্রোডাক্ট চলে এসেছে, যার মধ্যে Fertill অন্যতম। Adisseo এর রিসার্চ মলিকুল অর্গানিক সেলেনিয়াম হল সেলিসিও।
Fertill হলো বিশেষভাবে প্রস্তুতকৃত ভিটামিন, মিনারেল ও চিলেটেড মিনারেল সমৃদ্ধ যা গবাদি প্রানি্র প্রজনন ক্ষমতা বাড়ায়, চিলেটেড মিনারেলের মলিকুলার ওয়েট কম হওয়ায় সহযে শোষিত হয়।
Fertill এ আছে প্রয়োজনীয় ভিটামিন ( ভিটামিন এ , ডি , এ , ই ,বায়োটিন), জিঙ্ক , জিঙ্ক গ্লাইসিনেট, কপার , কপার গ্লাইসিনেট, ম্যাংগানিজ, ম্যাংগানিজ গ্লাইসিনেট, সেলেনিয়াম, সেলেসিও ( অর্গানিক সেলেনিয়াম) সহ প্রয়োজনীয় মিনারেল সমুহ।
এছাড়া গরু মোটাতাজাকরন কর্মসুচির ক্ষেত্রে নতুন আরেকটি প্রোডাক্ট হলো Novifat Novifat হলো ক্রুড ফ্যাট (Ruminar ও মেথিওনিন Metasmart ) সমৃদ্ধ , যা গবাদি প্রানির উচ্চ উৎপাদনের জন্য অত্যন্ত কার্যকরী। Adisseo এর গবেষণা কৃত ভেজিটেবল ফ্যাট যার মধ্যে আছে ক্রুড ফ্যাট , মেথিওনিন , ক্যালসিয়াম। ও স্ট্রবেরী ফ্লেভার থাকায় অধিক স্বাদযুক্ত।
এছাড়াও বেলজিয়ামের কোম্পানী Nutressa এর তৈরিকৃত দ্বিগুন শক্তি এবং দ্রুত কার্যকরী ক্যালসিয়াম Novical DS নামে বাজারজাতকরন শুরু হয়েছে।